নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্ম মোবারক হোসেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের হেড মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে এবং কানাইঘাট শাখার অফিসার ফয়সল আহমদ ও জাকারিয়া আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উপ-পরিচালক হুমায়ুন এ কে চেীধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ, মৎস কর্মকর্তা মোঃ ইমরান হোসেন চৌধূরী, সিলেট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোবারক হোসেন কৃষি ঋণ বিতরনের উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকে কৃষি ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক কৃষক কৃষাণীদের মধ্যে ইতিমধ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। ভবিষ্যতেও দারিদ্র বিমোচন কল্পে এ কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রায় ২০০ জন কৃষক কৃষাণীর মধ্যে ঋণ বিতরণের চেক তুলে দেন প্রধান অতিথি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়