বিনোদন ডেস্ক,কানাইঘাট নিউজ:
বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নিপুণের ভক্তদের জন্যে সংবাদটা দারুণ। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী আবারও ফিরেছেন বড় পর্দায়। সংক্ষিপ্ত বিরতি দিয়ে নিপুণ আবারও মনোযোগী হয়েছেন চলচ্চিত্র নিয়ে।
বাপ্পা রাজ পরিচালিত নিপুণ অভিনেত্রী ‘কার্তুজ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ৬ মার্চ।
ফিরেছেন নিপুণ
বাপ্পা রাজের সঙ্গে কাজ করা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘উনি (বাপ্পা রাজ) যেমন ভালো অভিনেতা তেমনি ভালো পরিচালক।’
উল্লেখ্য, ২০০৬ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নিপুণ।
এদিকে ওমরায় পালনের জন্যে বর্তমানে সৌদি আরবে রয়েছেন নিপুণ। আগামী ১৬ মার্চ তিনি দেশে ফিরবেন।
২০ মার্চ মুক্তি পাবে নিপুণ অভিনীত শাহ আলম কিরনের ‘একাত্তরের মা জননী’। এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। নিপুণ অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র রয়েছে মুক্তির তালিকায়। এর মধ্যে রয়েছে ইসমত আরা শান্তির ‘মায়া নগর’, মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’ ও ড. অরুপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়