কানাইঘাট নিউজ ডেস্ক:
পরিবার থেকেই মানুষের যাত্রা শুরু হয়। পারিবারিক পরিম-লেই বেড়ে ওঠে প্রতিটি মানুষ। পরিবারের গ-ির বাইরের পরিধি সমাজ। পারিবারিক বন্ধনের পাশাপাশি সামাজিক বন্ধনও মানুষের বেঁচে থাকার জন্য জরুরি। পরিবার ও সমাজের বাইরে গিয়ে কেউ বসবাস করার উপায় নেই। এজন্য পারিবারিক ও সামাজিক বন্ধনটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামও এ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছে। মা-বাবা, ভাই-বোন, সন্তান-সন্তুতি ও অন্যান্য আপনজন নিয়ে যে পরিবার এর মধ্যে সম্পর্ক বজায় রাখার নির্দেশ ইসলাম দিয়েছে। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয়ভাবে বসবাসের ক্ষেত্রে পরস্পরের প্রতি দায়িত্ববোধের তাগিদও ইসলামে রয়েছে।
সন্তানের গভীর, ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক হলো তার পিতামাতার সঙ্গে। কোরআন ও হাদিসে আল্লাহর পরেই পিতামাতার হকের কথা বলা হয়েছে। পিতামাতার সেবাযতœ করা, তাদের আনুগত্য করার ব্যাপারে হাদিসে তাগিদ দেয়া হয়েছে। বাবা-মা কাফের হলেও প্রয়োজনে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। পরিবারের অন্য সদস্যদের প্রতি দায়বোধও ইসলাম জাগিয়েছে। নিকটাত্মীয়দের খোঁজখবর রাখা, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা জান্নাতে যাবে না। কাছের এবং দূরের আত্মীয় সবার প্রতি কিছু না কিছু হক রয়েছে। কেউ তা আদায় না করলে এর জন্য জবাবদিহি করতে হবে।
অন্যদিকে, সামাজিক বন্ধন সুদৃঢ়করণেও ইসলামে প্রয়োজনীয় নির্দেশ রয়েছে। সামাজিক আচার-আচরণের ক্ষেত্রে ইসলামের একটি মৌলিক শিক্ষা হলো, বয়সে যে ছোট সে তার বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং তাদের সামনে আদব ও শিষ্টাচার রক্ষা করে চলবে। অনুরূপভাবে বড়দের কর্তব্য হলো, ছোটদের স্নেহ ও আদর করা এবং তাদেরকে ভালোবাসার নজরে দেখা। কোরআনে প্রতিবেশীদের সঙ্গে সদাচারের নির্দেশ দেয়া হয়েছে। রাসূল (সা.) বলেন, ‘ওই ব্যক্তি প্রকৃত মু’মিন নয়, যে পেট পুরে খায় অথচ পাশেই তার প্রতিবেশী অভুক্ত থাকে।’
সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুমিন কিভাবে চলবে এর নির্দেশনা কোরআন-হাদিসে রয়েছে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয় এমন যেকোনো আচরণ থেকে মুমিনকে বেঁচে থাকতে বলা হয়েছে। পারিবারিক ও সামাজিক বন্ধন বাড়ানোর নানা উপায় ও কৌশল সম্পর্কে আলোকপাত করা হয়েছে ইসলামে। ইসলাম নির্দেশিত পারিবারিক ও সামাজিক রীতিনীতি অনুসরণ করলে সব অশান্তি ও বিশৃঙ্খলা দূর হয়ে যাবে।
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়