Saturday, March 14

প্রসেনজিতের কটাক্ষে বিক্ষুব্ধ বাংলাদেশের শিল্পীরা


বিলকিছ ইরানী: গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ভারতের অভিনেতা প্রসেনজিতের মানহানিকর মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সারা দেশে। তার এই উক্তি শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন দেশের নামিদামি শিল্পীরা। পরে আবার ভুল স্বীকার করাটাকেও প্রসেনজিতের লজ্জা বলে উল্লেখ করেছেন তারা। প্রসেনজিতের কটাক্ষে বিক্ষুব্ধ বাংলাদেশের শিল্পীরা প্রসেনজিতের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার কাছে উক্তিটি শোভনীয় বলে মনে হয়নি। একজন শিল্পী সব কিছুর ঊর্ধ্বে থাকাই বাঞ্ছনীয়। তার অশোভন কথাবার্তা মেনে নেয়ার মতো না। তবে তিনি পরে আবার ভুল স্বীকার করায় বিষয়টি আমি গভীরভাবে নিইনি। তিনি আরো বলেন, প্রসেনজিৎ বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে কটাক্ষ করেছেন। একটি জাতির সত্তাকে আঘাত করেছেন তিনি। এটা যে তিনি ভুল করেছেন তা বুঝতেও পেরেছেন। তাই ভুলটা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। আমার কথা হচ্ছে, এরকম ভুল হবেইবা কেন আর স্বীকারইবা করবে কেন? এটা তো লজ্জার। প্রসেনজিতের কটাক্ষে বিক্ষুব্ধ বাংলাদেশের শিল্পীরা এদিকে বাংলাদেশকে কটাক্ষ করে প্রসেনজিতের এই বক্তব্যে চলচ্চিত্র সমাজেও সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে চলচ্চিত্র শিল্পীরা আন্দোলনে নামার চিন্তা করেছিলেন বলে জানান চিত্রনায়ক নিরব। প্রসেনজিতের এই বক্তব্যের বিরোধিতা করে নিরব ঢাকাটাইমসকে বলেন, প্রসেনজিতের এমন বক্তব্য দেয়া একদমই উচিত হয়নি। আমরা তো ভারত নিয়ে কোনো কিছু বলি না। এরকম মন্তব্যে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। আমরা বাংলাদেশের সব চলচ্চিত্র শিল্পী প্রসেনজিতের এই বক্তব্যের নিন্দা জানাই। আমার দেশকে নিয়ে, দেশের ক্রিকেটারদের নিয়ে কটাক্ষ করা এটা কেউই ভালোভাবে নেবে না এটাই স্বাভাবিক। তবে তিনি বিক্ষুব্ধদের সান্ত্বনা জানিয়ে বলেন, কত মানুষ তো কত কথাই বলে। যে মন্তব্যটি ওই শিল্পী করেছেন তিনি কাউন্টেবল কিনা সেটাও দেখতে হবে। বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে কথা বলার অধিকার তাকে কে দিলো? আমরা চলচ্চিত্র শিল্পীরা এ নিয়ে আন্দোলন করতাম। তবে যেহেতু উনি ক্ষমা চেয়েছেন তাই আর বাড়ছি না। এক সময়ের সাড়া জাগানো নায়িকা ববিতা ঢাকাটাইমসকে বলেন, কার কী বলাতে আমাদের কী যায় আসে? অনেকেই তো অনেক কিছু বলে, বলবে। এসব গোনায় ধরার প্রয়োজন নেই। আমরা কাজেই তার প্রমাণ দেব। তবে একজন শিল্পীর এরকম মন্তব্য করা কোনোভাবেই সমীচীন নয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ‘বাঘ আছে অনেক রকম। বেড়ালকে বাঘ ভেবে ভুল করো না’-এমন একটি স্ট্যাটাস নিজের ফেসবুকে পোস্ট করেন কলকাতার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। এই ফেসবুক স্ট্যাটাসটি ঘিরে বিতর্কের ঝড় উঠে, যা এখনো থামেনি। এই স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশকে কটাক্ষ করা হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। প্রসেনজিত এই বিতর্ক এড়াতে গতকাল বৃহস্পতিবারই স্ট্যাটাসটি মুছে তিনি নতুন আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে বাংলাদেশকে কটাক্ষ করেননি এবং স্ট্যাটাসটি শুধু একটি ছবির সংলাপ বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আগের স্ট্যাটাসে বাংলাদেশের কেউ মর্মাহত হয়ে থাকলে তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাও চান সদ্য মমতা ব্যানার্জির সঙ্গে বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া এই শিল্পী। সামনেই রয়েছে বাংলাদেশ ভারতের বিশ্বকাপ লড়াই। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়ে হতবাক অনেকেই। ফলে বিশ্বকাপ লড়াইয়ে ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। তিনি বলেছিলেন, তবে ভারত অধিনায়ক কী চাইছেন, বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাদের সহজ প্রতিপক্ষ! এদিকে বাংলাদেশ যাতে ভারতকে বেশি কষ্ট না দেয়, যেন হারিয়ে না দেয় সেই অনুরোধ জানাচ্ছি, হাসতে হাসতে বলেছিলেন সৌরভ গাঙ্গুলিও। এরই সূত্র ধরে হয়ত প্রসেনজিৎ বাংলাদেশকে কটাক্ষ করে এই স্ট্যাটাসটি দিয়েছিলেন বলে অনেকে মনে করছেন। ----ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়