ঢাকা: বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধে সহিংসতায় বিদেশি শক্তির যোগসাজশ আছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেছেন, “বর্তমান সহিংসতায় বিদেশি শক্তির যোগসাজশ ক্রমেই মানুষের সামনে পরিষ্কার হয়ে উঠছে। বিদেশি বিমান সংস্থা থেকে অর্থের জোগান দেওয়া হচ্ছে।”
মঙ্গলবার জাতীয় সংসদে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
মতিয়া বলেন, “বর্তমান সহিংসতার সাথে আন্তর্জাতিক একটি পরাজিত শক্তি জড়িত, তারা মুক্তিযুদ্ধের বদলা নিতে চায়। উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যাতে পৌঁছতে না পারি, সে লক্ষ্যে তারা সদা তৎপর।”
তারা বলেন, “বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। জঙ্গিবাদের আবাস হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায়।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মতিয়া বলেন, “পাকসখী খালেদা সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়।”
খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ হওয়ার নাটক করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়