Friday, March 6

ফিলিং স্টেশনগুলো বন্ধ করা উচিত


সিলেট: দেশে নতুন সিএনজি ফিলিং স্টেশনের অনুমতি না দিয়ে চালু স্টেশনগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এরকম একটি প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ‘গ্যাসের অপচয় রোধে সব ধরনের পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া উচিত। অপচয়ের কারণে গ্যাস মজুদ কমে আসছে। বিদেশের মতো বাসা-বাড়িতে সিলিন্ডার দিয়ে গ্যাস ব্যবহার করলে অপচয় কমবে।’ তিনি আরও বলেন, ‘কোটি টাকা দিয়ে প্রাইভেটকার কিনে কম পয়সায় গ্যাস ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। এছাড়া বাস মালিকরাও স্বল্পমূল্যে গ্যাস নেন, কিন্তু বাস ভাড়া কমান না। এটা মেনে নেয়া যায় না। তাই পর্যায়ক্রমে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেয়া উচিত।’ ছাতক সিমেন্ট ফ্যাক্টরিকে আধুনিকায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘ওই এলাকায় নতুন আরেকটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।’ সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা আগামী জুনে উদ্বোধন হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সার কারখানাটির ১১টি ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৮টি ইউনিটের ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। নতুন কারখানাটি উদ্বোধন করা হলে পুরাতন সার কারখানাকে অ্যামোনিয়া কারখানায় রূপান্তর করা হবে। এতে অ্যামোনিয়া আমদানি কমবে।’ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, ব্যবসায়ী নেতা কলন্দর আলী, আবদুল মান্নান, মুশফিক জায়গীরদার, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়