ঢাকা: রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার হরিরামপুর মাদ্রসার সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২১ হাজার টাকা,একটি সোনার ব্রেসলেট ও একটি মোবাইল সেট নিয়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সাইফুল ইসলামের ছোট ভাই মো. হামছাফার জানান, গত বুধবার দিবাগত রাত ২ টার সময় সাইফুল বাসায় ফিরছিল। ওই সময়ে ছিনতাইকারীরা তার পথরোধ করে। পরে তারা সাইফুলের হাতে,পিঠে ছুরিকাঘাত করে নগদ ২১ হাজার টাকা, একটি সোনার ব্রেসলেট ও একটি মোবাইল নিয়ে যায়। আহত অবস্থায় ভোর ৪ টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত সাইফুল ইসলাম রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার লালকুঠির তৃতীয় কলোনীতে বসবাস করেন। তার পিতার নাম মো. শামসুল হক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়