Wednesday, March 4

পুলিশের চেয়ে সংবাদকর্মীই বেশি


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের অবস্থা স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আগের মতই আছে। বাড়তি কোনো পুলিশ মোতায়েন করা হয়নি। তবে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে অবস্থান করছেন। গত ২৫ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার বিশেষ জজ আদালত-৩। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ ৪ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। খালেদা জিয়ার সাথে আরও দুইজনের জামিন বাতিল করা হয়েছে। আজ বুধবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও যাচ্ছেন না খালেদা জিয়া। এ কারণে খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন এমন গুঞ্জন চলছে বেশ কয়েকদিন ধরেই। এ সব কারণে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা গুলশান কার্যালয়ে হাজির হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়