কানাইঘাট নিউজ ডেস্ক:
অন্ধ ব্যক্তিদের ফোন ব্যবহারের সুবিধার্থে বাজারে আসল নতুন অ্যাপ৷ স্ট্যান্ডফোর্ড সংস্থার ইঞ্জিনিয়ার সোহন ধর্মরাজা এই নতুন অ্যাপটি তৈরি করেছেন বলে জানা গেছে৷ নতুন এই অ্যাপটির নাম আইব্রেইলার৷ এই অ্যাপটি তৈরিকারীর দাবি, এই অ্যাপের সাহায্যে খুব সহজেই অন্ধব্যক্তিরা আইপ্যাড বা নোটকে ব্যবহার করতে পারবেন৷
সোহন ধর্মরাজা বলেন, ‘এটা খুব ভাল ব্যাপার যে আমার তৈরি অ্যাপটি অন্ধব্যক্তির ফোন ব্যবহারকে অনেক সহজ করে তুলবে’৷ তিনি আরও বলেন, এই অ্যাপটি আরও উন্নত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তবে এখনই নতুন এই অ্যাপটি বাজারে আনা হচ্ছে না৷ আগামী বছরের জানুয়ারি থেকে নতুন এই অ্যাপটি বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন৷
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়