ঢাকা: নির্বাচন ও আন্দোলন একসঙ্গে চলবে বলে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. এস এম আসাদুজ্জামান রিপন।তিনি জানিয়েছেন, সুষ্ঠু-স্বাভাবিক হলে নির্বাচনে তার দল অংশগ্রহণ করবে। অন্যথায় বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
আজ রবিবার বিকালে মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, আমরা আন্দোলন করছি জনগণের ভোটাধিকারের জন্য। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির মতো একটি বড় দল সব নির্বাচনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। নির্বাচন কমিশন আস্থা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করলে, নির্বাচন অবাধ-সুষ্ঠু হলে দলীয় কর্মীরা নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।
বিএনপি আসলেই নির্বাচনে আসবে কি-না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ জন্য সরকারকে আন্তরিক হতে হবে। আমাদের দলীয় কার্যালয় অনেক দিন ধরে বন্ধ রয়েছে। এটা খুলে দেওয়ার মাধ্যমে সরকারকে আন্তরিকতার পরিচয় দিতে হবে।
আপনাদের তো অনেক প্রার্থী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক প্রার্থী থাকতেই পারে। এটি স্থানীয় সরকার নির্বাচন। প্রার্থী যাচাই-বাছাই শেষ হওয়ার পূর্বেই দলীয় সিদ্ধান্তে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।
অন্যদিকে, বিএনপির সমর্থন প্রত্যাশী বাকি পাঁচ প্রার্থীর চারজনের পক্ষে জমা দিয়েছেন তাদের আইনজীবী, সহধর্মিনী এবং ভাই।
বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন জমা দিতে আসা অ্যাডভোকট আবদুস সালাম বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে উপজেলা নির্বাচনের মতো কারচুপি হলে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
মির্জা আব্বাস আসেননি কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসতে হবে এমন ম্যান্ডেটরি নয়। এ জন্যই তিনি আসেননি।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের দল থেকে বিভিন্ন দাবি-দাওয়া দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।
বিএনপি নেতা আবদুস সালামের সহধর্মিনী ফাতেমা সালাম বলেন, পার্টির নির্দেশে মনোনয়ন জমা দিয়েছি। তারপরও দলের সিদ্ধান্ত চূড়ান্ত। দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। আমরা আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করবেন।
বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সহধর্মিনী নাছিমা আক্তার কল্পনা বলেন, দলীয়ভাবে মনোনয়ন জমা দিয়েছি। আমরা আশা করছি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে সমর্থন দেবেন। তবে দেশনেত্রী যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ থাকলে উনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবো, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য। একই সঙ্গে আমি উনার মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশারের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন তার ছোট ভাই আলমগীর হোসেন।
অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষক নেতা সেলিম উদ্দিন ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র কেনা হলেও জমা দেওয়া হয়নি বিকাল ৫টা পর্যন্ত।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়