তৌহিদ বকশি ঠান্ডা:
কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পরিষদ অফিস চত্বরের পুকুরটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়েছে। রবিবার বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারী সমিতি, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পুকুরটি সংস্কার করা হয়।
সকাল ৯টায় সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আবু হোরায়রা।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম।
স্বেচ্ছাশ্রমের এক বিরল দৃষ্টান্ত
এসময় কর্মকর্তারা ব্যাপক আগ্রহ নিয়ে নিজ হাতে কোদাল ও ডালি নিয়ে মাটি কেটে পুকুরটির সংস্কার করেন।
‘স্বেচ্ছাশ্রমে পুকুর সংস্কার’ লেখা গেঞ্জি গায়ে দিয়ে সবাই কাজ শুরু করেন। এরুপ কাজ দেখে আশপাশের অনেক পুরুষ ও মহিলা তাদের সঙ্গে পুকুর সংস্কার কাজে অংশ নেন।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, পুকুর সংস্কার করায় এখানে মাছের চাষ বৃদ্ধি হবে। আর এরুপ কর্মসূচির দ্বারা অনেক স্বেচ্ছাশ্রমে উৎসাহিত হবে।
---ঢাকাটাইমস
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়