Tuesday, March 10

‘কানাইঘাট কিছু বলতে চাই’ বইয়ের মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী তরুন উদীয়মান লেখক আব্দুল্লাহ আল মাহমুদের লেখা ‘কানাইঘাট কিছু বলতে চাই’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি কানাইঘাটে সার্বিক চিত্র তোলে ধরে তরুন উদীয়মান লেখক আব্দুল্লাহ আল মাহমুদ যে অসাধারণ বই প্রকাশ করেছে এর মাধ্যমে এ জনপদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির পাশাপাশি তার লেখায় সমাজের সার্বিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আব্দুল আল মাহমুদের এ প্রসংশনীয় উদ্যোগ এবং আগামী দিনে কানাইঘাটকে নিয়ে বড় পরিসরে লেখনির মাধ্যমে বই প্রকাশের জন্য তাকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কানাইঘাট চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলীর সভাপতিত্বে এবং এম.সি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মারুফ খানের উপস্থাপনায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি ও বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জার উল্লাহ, কানাইঘাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া তানজীল, কানাইঘাট নিউজ ডট কম ও কানাইঘাটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, বইয়ের লেখক আব্দুল্লাহ আল মাহমুদ, প্রকাশক হুমায়ুন রশিদ চৌধুরী রাসেল, কন্ঠশিল্পী কামরুল ইসলাম, ব্যবসায়ী সাঈদ আহমদ, আশরাফুল আলম বুলবুল, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তোফায়েল আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজের শিক্ষার্থী হারুন আহমদ, মস্তাক আহমদ, ফয়সল আহমদ, সুজন চন্দ প্রিজন, রেজিয়া তানজীন, নিশাত, আসমা আক্তার শেলি, বিথি মালাকার প্রমুখ। উল্লেখ্য, তরুন উদীয়মান লেখক আব্দুল্লাহ আল মাহমুদ রচিত কবিতার বই আলোর সন্ধানে, নীতিহীনতাই দুর্নীতি এবং কানাইঘাট কিছু বলতে চাই ৩টি বই বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে। এছাড়া শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে লেখকের কবিতার বই আধুনিকতা ও উপন্যাস ভাগ্য যেখানে নিথর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়