Friday, March 6

অনলাইনে ৩০ শীর্ষ প্রভাবশালীর একজন মোদি


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনলাইনের শীর্ষ প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় প্রথম ৩০ জনের একজন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এই ৩০ জনের মধ্যে রয়েছেন। তালিকাটি তৈরি করেছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। অনলাইন সামাজিক গণমাধ্যমে ফলোয়ারের সংখ্যা, সাইট ট্র্যাফিক, এবং সংবাদ পরিচালনায় সার্বিক সক্ষমতা প্রভৃতি বিষয় বিশ্লেষণ করে এই তালিকাটি তৈরি করেছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম। ওই তালিকায় হ্যারি পটার সিরিজের লেখিকা ব্রিটিশ নাগরিক জে কে রাওলিং, গায়িকা টেইলর সুইফট এবং বিয়োন্সে নোয়েলসও রয়েছেন। টাইম ম্যাগাজিন জানিয়েছে, টুইটার ও ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩ কোটি ৮০ লাখ ফলোয়ার রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরে তিনিই অনলাইনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। টাইম ম্যাগাজিন জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের সমসাময়িক রাজনীতিবিদদের চেয়ে মোদি অনলাইনকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কারণ ভারতের প্রায় ২০ কোটি নাগরিক অনলাইনে নিয়মিতভাবে সক্রিয় তৎপরতায় লিপ্ত থাকেন। বারাক ওবামা ফেসবুক ও টুইটারে বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের এক নম্বরে রয়েছেন। এ তালিকায় আরো রয়েছেন, রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান, গায়ক জাস্টিন বিবার, অভিনেত্রী গিনেথ পেলট্রো, চীনা অভিনেত্রী ইয়াও চেন, গায়িকা শাকিরা, হিউম্যানস অফ নিউ ইয়র্ক নামক ব্লগের ফটোগ্রাফার ব্র্যান্ডন স্ট্যান্টন এবং মার্কিন টিভি তারকা জিমি ফ্যালন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়