Monday, March 16

৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ


লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার রাত ৮টার দিকে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের আবদুল জলিলের ছেলে আলামিন শেখ, একই গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র, কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকার ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে সুমন রায়, একই এলাকার প্রেমানন্দ রায়ের ছেলে অনিল কুমার ও গঙ্গাগাছ এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে সন্তোষ কুমার রায়। লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার শামসুল আলম জানান, ভারতের দিল্লিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগ দিতে পাসপোর্ট ছাড়াই ওই সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশি পাঁচ নির্মাণ শ্রমিক। এ সময় ভারতের কুচবিহার ফাঁলাকাটা-২১ বিএসএফ ব্যাটালিয়ানের সিতাই ক্যাম্পের একটি টহল দল ভারতের ২ কিলোমিটার অভ্যন্তর থেকে তাদের আটক করে। লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশিকে ভারতীয় সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বিএসএফ তাদের নিশ্চিত করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়