নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতামিম ও কানাইঘাট বাজার জামে মসজিদের খতিব আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী বলেছেন, আলেম উলামা ও মনিষীদের পুণ্যভূমি কানাইঘাটে কোন প্রকার অনৈসলামিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, কানাইঘাট বাজার ও আশপাশ এলাকায় মদ, জোয়া, মিকির খেলা, বেশ্যাপনা, নারীদের অবাদ বিচরণ, সন্ত্রাসী ও অপরাধ মূলক কর্মকান্ড, সহ সকল প্রকার বিজাতীয় প্রচার প্রচারনা বন্ধ এবং বাজারে শান্তিশৃঙ্খলা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সহ দলমতের উর্ধ্বে উঠে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কানাইঘাটের ঐতিহ্যগত সুনামকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। আল্লামা লক্ষীপুরী শুক্রবার বিকেল ২টায় কানাইঘাট পূর্ব বাজারে আল-ইসলাহ ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কানাইঘাট বাজার ও আশপাশ এলাকায় সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাওঃ ইসমাইল দুর্লভপুরীর সভাপতিত্বে ও মাওঃ ফখরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শায়খুল হাদীস ও নাইবে মুহতমিম আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী, আল্লামা শামসুদ্দিন দুর্লভপুরী, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট বাজার জামে মসজিদের মুতয়াল্লি মাওঃ ফজলুল করিম, মাওঃ আব্দুল হক গবিন্দপুরী, মাওঃ জমিল আহমদ, মাওঃ ক্বারী হারুনুর রশিদ, আল-ইসলাহ ইসলামি সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল মাওঃ আব্দুল মুমিন, মাওঃ এবাদুর রহমান, মাওঃ জয়নুল আবেদীন, মাওঃ নজির আহমদ, মাওঃ এবাদুর রহমান, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন রফিক আহমদ, আব্দুল হেকিম শামীম, মাসুক আহমদ, মোঃ আব্দুল্লাহ, রুহুল আমিন, আজমল হোসেন, পৌর কাউন্সিলার হাফিজ নুর উদ্দিন, মাওঃ আব্দুশ শাকুর, মাওঃ আব্দুল হামিদ, এড. আবু সিদ্দিক, মাওঃ কাওছার আহমদ, মাওঃ হাফিজ নজির আহমদ, মাওঃ হা. নজরুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসেন, মাওঃ ফজলুর রহমান, মাওঃ হা. জালাল আহমদ, মাওঃ আজির উদ্দিন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়