Tuesday, March 17

সিলেটে জুতা পায়ে শহীদ বেদীতে পুলিশ!


সিলেট: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকীতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সিলেটে জুতা নিয়ে শহীদ মিনারে উঠেছেন। এ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। মঙ্গলবার সকালের দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, পুলিশ কমিশনার সিলেট, জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর ইউনিট কমান্ড। এ সময় শহীদ মিনারের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জুতা নিয়ে শহীদ মিনারের মূল বেদিতে উঠেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, এগুলো দেখার বিষয় আয়োজক কমিটির। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়