কান্ইঘাট নিউজ ডেস্ক:
ছোট সবুজ উদ্ভিদ অ্যালোভেরা। বাংলায় যার নাম ঘৃতকুমারী। ঔষধি গুণাগুনে ভরপুর এ উদ্ভিদ। অ্যালোভেরার অলৌকিক আর আশ্চর্য কর্মক্ষমতার মুখরোচক গল্প বা কাহিনী লোকমুখে সুবিদিত। ঔষধি উদ্ভিদ হিসেবেও এর ব্যবহার বেশ প্রাচীন। প্রায় ৬ হাজার বছর আগে মিসরীয়রা অমরত্বের ওষুধ হিসেবে একে ব্যবহার করতো।
অ্যালোভেরা একদিকে যেমন বাইরের সৌন্দর্য বাড়ায়, অন্যদিকে ভেষজ এই উদ্ভিদের রয়েছে পুষ্টিগুণও। দেহের ভিতরে এবং বাইরে বহু সমস্যা সমাধানে কাজ করে এ উদ্ভিদ। আয়ুবের্দিক কনসালটেন্ট ড. জয়শ্রী ভট্টাচার্য অ্যালোভেরার কয়েকটি গুণ তুলে ধরেছেন।
ক্ষত সারাতে: অ্যালোভেরা ব্যকটেরিয়া ও রোগ প্রতিরোধে শক্তিশালী ভুমিকা পালন করে। এটি দেহে যে কোন কাটা-ছেঁড়া, পোকায় আক্রমণ ও ক্ষত সারাতে কাজ করে থাকে। অ্যালোভেরার ভেতরের পিচ্ছিল পদার্থ আঘাতপ্রাপ্ত স্থানে লাগালে ব্যকটেরিয়া দূর করে দ্রুত ক্ষতটি সারিয়ে তোলে এ উদ্ভিদ।
ব্রণ দূর করতে: যে কোনো মানুষের জন্য বিরক্তিকর একটি সমস্যা হলো ব্রণ। অ্যালোভেরা পুরোপুরিভাবে ব্রণ দূর করতে না পারলেও চেহারার লালচেভাব ও প্রদাহ দূর করে। এছাড়া ব্রণ গলে যাওয়া প্রতিরোধ করে।
পোড়া ক্ষত সারাতে: অ্যালোভেরার ভেতরের পদার্থ বেশ ঠান্ডা। পোড়া ক্ষত সারাতে এর পিচ্ছিল জেল মোক্ষম ভুমিকা পালন করে। এছাড়া পোড়ার কারণে ক্ষতিগ্রস্থ ত্বকের টিস্যু পুনস্থাপন করতে দ্রুত কাজ করে এটি।
অ্যালোভেরা: ঔষধি গুনে ভরপুর
রোদের পোড়াভাব: রোদের পোড়াভাব দূর করে ত্বককে উজ্জল করে অ্যালোভেরা। ত্বককে ঠান্ডা করে স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে আনে এ উদ্ভিদ। অ্যালোভেরার জেল ময়েশ্চারাইজাইর ক্ষমতা ত্বকের নমনিতা বজায় রাখে।
বলি রেখা দূর: বয়স বাড়ার কারণে ত্বকে ভাজ চলে আসে। অ্যালোভেরা ত্বকের বলি রেখা ও শুষ্কতা দূর করে। বলি রেখা দূর করতে বাজারের ক্যামিকেলের তুলনায় অ্যালোভেরা বহুগুণে ভালো।
চর্মরোগ: অ্যালোভেরায় শক্তিশালী এলার্জি প্রতিরোধকারী উপাদান আছে। ত্বকের চুলকানি, বিভিন্ন চর্মরোগ, সোরিয়াসিস প্রতিরোধ করে এ উদ্ভিদ। এটি চর্মরোগের বিভিন্ন ব্যকটেরিয়া দূর করে রোগ সারিয়ে তোলে।
এসিডিটি দূর: অ্যালোভেরার ভেষজ গুণ এসিডিটি, গ্যাস্ট্রিক, আলসার দূর করে। এছাড়া হজম সংক্রান্ত্র জটিলতা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরার বহু ভিটামিন এবং অ্যমাইনো এসিড রোগ প্রতিরোধে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যালোভেরার বিভিন্ন এনজাইম হজম সমস্যা দূর করতে সাহায্য করে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়