ঢাকা: ঢাকা মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাতক মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা (সিআইডি)। নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ পুলিশ রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বলেন, মোল্লা মাসুদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড নোটিশধারী পলাতক আসামি। তাকে ভারতের পশ্চিম বাংলার গোয়েন্দা সংস্থা (সিআইডি) গত ৮ ফেব্রুয়ারি ফরেনার্স অ্যাক্টের ১৪ নম্বর ধারা অনুযায়ী গ্রেপ্তার করে।
মোল্লা মাসুদের বিরুদ্ধে রমনা থানায় একাধিক মামলা রয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়