নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে বাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের হাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ নয়াগ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, বাউরভাগ নয়াগ্রামের সৌদি প্রবাসী ইলিয়াস আলীর সাথে তার বড় ভাই মৃত মোহাম্মদ আলীর পুত্রদের বাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল অনুুমানিক ৭টার দিকে প্রবাসী ইলিয়াস আলীর পুত্র জসিম উদ্দিন (২৬) এর সাথে চাচাতো ভাই ফরিদ আহমদ ও ময়ূর আহমদ গংদের ঝগড়া হয়। এক পর্যায়ে চাচাতো ভাই ফরিদ আহমদ কুড়াল দিয়ে জসিম উদ্দিনের মাথায় আঘাত করলে সে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিওমেক হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে নিহতের ভাই তাজ উদ্দিন বাদী হয়ে রবিবার কানাইঘাট থানায় চাচাতো ভাই ফরিদ আহমদ, ময়ূর আহমদ ও চাচীসহ ৪ জন কে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
রবিবার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম নিহতের বাড়ীতে যান এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি তদন্ত শফিকুল ইসলাম জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়