ঢাকা: পবিত্র কোরআনের আয়াত পাঠ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রবিবার বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে ১৪ দলের মানববন্ধনে বক্তব্যের শেষ দিকে সুরঞ্জিত সবাইকে অবাক করে দিয়ে পড়েন, “নাসরুম মিনাল্লাহে ওয়া ফাতহুন কারীব।” পবিত্র কোরআনের ২৮ পারা সুরা সফফের ১৩ নম্বর এই আয়াতটির বাংলা অর্থ হলো, “আল্লাহর কাছ থেকে সাহায্য এবং বিজয় অতি নিকটে।”
বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশব্যাপী ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজধানীতে ১৩টি স্পটে কেন্দ্রীয় নেতারা এই মানববন্ধনে অংশ নেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন দেশে তুফান হতো। তাই জনগণ তাকে তুফানি বেগম বলতো। আর যখন বিরোধী দলে ছিল তখন গোলাপি বেগম বলতো। এখন বিরোধী দলে নেই, সরকারেও নেই। আগুন দিয়ে মানুষ মারছেন, তাকে জনগণ বলে আগুনি বেগম, কসাই বেগম, জল্লাদি বেগম।”
তিনি বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস না। বিশ্বের সব রাজনীতিই নাশকতা মোকাবিলা করেই জয়ী হয়েছে। জনগণকে সংগঠিত করেই আমাদের জিততে হবে।”
সুরঞ্জিত বলেন, “এ কথা স্পষ্ট দেশে সংকট চলছে। তবে তা রাজনৈতিক সংকট নয়। আইনশৃঙ্খলা সংকট নয়। এটা বিচ্ছিন্নতা ও জঙ্গিবাদী সংকট। এই সংকট গণতন্ত্রের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে। সাধারণ আ্ইন, আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মোকাবিলা সম্ভব নয়। দেশে দেশে এ ধরনের বিচ্ছিন্নতাবাদী দমনে বিশেষ বাহিনী ও আইন তৈরি হয়েছে। আমাদেরও সে দিকটা লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে বিশেষ বাহিনী তৈরি করে তাদের দমন করা হবে।”
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়