Tuesday, February 3

কানাইঘাটে নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়ে শিক্ষক গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ব্রাহ্মণগ্রাম পূর্ব জামে মসজিদের নির্মাণাধীন মিনারের পাকা ছাদ ধসে পড়ে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ইবনেসিনা হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয়েছে। জানা যায়, অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক এলাকার বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ মুরব্বি মাষ্টার শহর উল্লাহ (৭২)। গত শনিবার সকাল ৯টার দিকে নির্মাণাধীন মসজিদ কাজ পরিদর্শনকালে একটি বাশ সরানোর সময় মিনারের পাকা ছাদ তাঁর উপর ধসে পড়ে। এতে তার দু’পা ভেঙে যায় এবং শরীরের একাধিক স্থানে রক্তাক্ত জখম হলে মুমুর্ষ অবস্থায় আত্মীয় স্বজনরা তাঁকে উদ্ধার করে ইবনেসিনা হাসপাতালে এনে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশংকা জনক বলে স্বজনরা জানিয়েছেন। ডাক্তার বলেছেন ডান পা কেটে ফেলতে হবে। এদিকে যুক্তরাজ্য শাখা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালেদ আহমদ শাহীনের পিতা মাষ্টার শহর উল্লাহকে ইবনেসিনা হাসপাতালে গিয়ে তার সার্বিক চিকিৎসার খোঁজখবর নিয়েছেন যুক্তরাজ্য শাখা আ’লীগের সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা জিয়া উদ্দিন সহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সাবেক ছাত্রনেতা খালেদ আহমদ শাহীন তার পিতার আশু সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়