কানাইঘাট নিউজ ডেস্ক:
ব্রিটেনের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এমনকি রাজধানী লন্ডনও আজ মঙ্গলবার বরফে ঢেকে ছিল। লন্ডনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে কিছু কিছু এলাকায় বরফ গলতে শুরু করেছিল।
কিন্তু অব্যাহত তুষারপাতে দেশটির বেশিরভাগ এলাকাই ফের বরফে ঢেকে যাবে বলে সম্প্রতি সতর্কতা জারি করা হয়েছে। কারণ সাইবেরিয়ান থেকে আগত বায়ু প্রবাহ ‘বিস্ট ফ্রম দ্য ইস্ট’ এর আঘাতও এখনো অব্যাহত রয়েছে।
সাইবেরীয় হাওয়ায় ফের বরফে ঢেকে যাবে ব্রিটেন!
আগামীকাল রাতে ৪ হাজার মাইল পাড়ি দিয়ে আরেক দফা আঘাত হানবে সাইবেরিয়ান ঠাণ্ডা বায়ু প্রবাহ। এতে দক্ষিণ ইংল্যান্ড ও মিডল্যান্ড অঞ্চলে গ্রিনল্যান্ডের চেয়েও বেশি ঠাণ্ডা অনুভুত হবে।
এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা- মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে হাইল্যান্ডের ডালহুইনি গ্রামে। এর নিম্নভাগে কেইটসব্রিজ কাউন্টিতে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস।
সাইবেরীয় হাওয়ায় ফের বরফে ঢেকে যাবে ব্রিটেন!
সাইবেরিয়ার বায়ু প্রবাহ ‘বিস্ট ফ্রম দ্য ইস্ট’ এর আঘাতে আগামী কাল তুষারপাত আরো বেড়ে যাবে বলে সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। এতে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পূর্ব উপকুল পুরোপুরি বরফে ঢেকে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।
নর্থ ইয়র্ক মুরস এর উচ্চ ভুমিগুলো এবং লিঙ্কনশায়ারের বিরান প্রান্তর ৪ ইঞ্চি বরফে ঢেকে যেতে পারে। এসব এলাকায় আবহাওয়া অধিদপ্তর হলুদ সতর্কতা সংকেত জারি করেছে।
সাইবেরীয় হাওয়ায় ফের বরফে ঢেকে যাবে ব্রিটেন!
চলতি শীতে ব্রিটেনে গত ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ বছর নিহতের সংখ্যা ৪০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
হাসপাতালগুলো শীতার্ত রোগীতে উপচে পড়ার আশঙ্কায় আগাম প্রস্তুতি গ্রহণ করছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর শুধুমাত্র চলতি সপ্তাহেই ঠাণ্ডায় ৩ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে।
সাইবেরীয় হাওয়ায় ফের বরফে ঢেকে যাবে ব্রিটেন!
গতকাল ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর পুরো দেশজুড়েই চরম ঠাণ্ডা আবহাওয়ার সতর্কতা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের ওই পূর্বাভাসে আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া চরমভাবাপন্ন থাকবে বলে জানানো হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়