Tuesday, February 10

পরাজয় মেনে ইস্তফা দিচ্ছেন কংগ্রেস প্রার্থী অজয়


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: দিল্লি বিধানসভা ভোটে পরাজয়ের পর দায় কাঁধে নিয়ে ইস্তফা দিচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন। দিল্লির ৭০টি আসনের একটিও পাননি কংগ্রেস প্রার্থী অজয় মাকেন। মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দিবেন তিনি। ফলাফলের পর সাংবাদিকদের তিনি বলেন, এর দায়ভার সম্পূর্ণ আমার। একটি আসনও জিততে পারিনি আমি। আমি কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়ে আসবো। একইসঙ্গে নির্বাচনে জয়ী আম আদমি পার্টির কেজরীওয়ালকে শুভেচ্ছা জানান তিনি। ১৯৯৩ সাল থেকে দিল্লিতে টানা তিন বারের মুখ্যমন্ত্রী অজয় মাকেনের ওপরই ভরসা করেছিলেন ভারতীয় রাজনীতির ডুবন্ত তরী কংগ্রেস। মূলত দিল্লিতে পায়ের তলায় মাটি ফিরে পাওয়ার লড়াইয়ে অজয় মাকেনকে দাঁড় করানো হয়। অজয় মাকেন ২০০৪ সালের লোকসভা নির্বাচনে জিতলেও গত বছর বিজেপির মীনাক্ষী লেখির কাছে পরাজিত হয়েছিলেন। সারাদেশে কংগ্রেসের ডুবুডুবু অবস্থার মধ্যেও তিনবার দিল্লি শাসনের ঐতিহ্য নিয়ে অজয় মাকেনকে দিয়ে উঠে দাঁড়াতে চেয়েছিলো কংগ্রেস। দিল্লির ৭০টি আসনের মধ্যে আম আদমি পেয়েছে ৬৪টি আসন। প্রতিপক্ষ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পেয়েছে ৫টি আসন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়