ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সোনাসহ দুইজনকে আটক করেছে র্যাব।সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কবির হোসেন (৪৮) ও আবুল কালাম (৩৯)।
র্যাব-১ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুল হাসান বলেন, আটকদের কাছ থেকে সাতটি সোনার বার, ৬২৫ গ্রাম ওজনের সোনার অলংকার, ৫টি মোবাইল সেট, ১১ হাজার ১১০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়