ঢাকা: দুই কিংবা তিন বছর বলে কোনো কথা নেই, দাবি আদায় ও আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচি অব্যাহত থাকবে। একই সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর বিবেচনা করে কর্মসূচির পরিবর্তন করবে ২০ দলীয় জোট।
ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সাথে একান্ত আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান এই কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, তাহলে কার নির্দেশে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ কর্মসূচি ঘোষণা করছেন?- এই প্রশ্নের জবাবে আহমদ আযম খান বলেন, কার নির্দেশে সালাহ উদ্দিন আহমেদ কর্মসূচি ঘোঘণা করছেন তা আমি নিজেও জানি না। তবে অবশ্যই তিনি ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই কর্মসূচি দিচ্ছেন।
এই আন্দোলনের শেষ কোথায়?- এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময় ও দিন ঠিক করে আন্দোলন করা যায় না। তবে সবকিছুরই শেষ থাকে। তাই সফলের মধ্যে দিয়েই আন্দোলন শেষ হবে।
তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সরকার আগামী নির্বাচনের সময় অর্থাৎ ২০১৯ সালের মধ্যে বিএনপির দাবি মেনে না নিলে আপনারা ততদিন পর্যন্ত বর্তমান কর্মসূচি চালিয়ে যাবেন?- এই প্রশ্নের জবাবে আহমদ আযম খান বলেন, “দুই কিংবা তিন বছর বলে কোনো কোথা নেই। বর্তমান যে কর্মসূচি চলছে তা সফল না হওয়া পর্যন্ত চলবে। এতে দুই কিংবা তিন বছর লাগুক না কেন, এতে বিএনপি পিছপা হবে না।”
তিনি বলেন, “বিএনপি সারাদেশে সফলভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু রাজধানী ঢাকায় নেতাকর্মীরা নামতে পারছেন না। কারণ সরকার তাদের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি করছে।”
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “তবে সরকারের এই মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতন সাময়িক সময়ে জন্য। যেকোনো সময় দেশের জনগণ তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে।”
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়