কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাতে জনজীবন অতিষ্ঠ। একদিনে কুকুরের কামড়ে শিশুসহ ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়,আজ বিকাল ৫টার সময় উপজেলার গাছবাড়ী বাজারের পাশে একটি ওয়াজ মাহফিলে হঠাৎ করে কয়েকটি কুকুর দলবদ্ধভাবে আশপাশের কয়েকজন লোককে কামড়িয়ে আহত করে। এর মধ্যে ২টি শিুশসহ ৫ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আতংক বিরাজ করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার রফিক আহমদ চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন, কুকুরগুলো বেওয়ারিশ না ব্যক্তিগত তা আমি অবগত নয়। যদি বেওয়ারিশ হয় তাহলে থানা প্রশাসনের সাথে আলোচনা করে আশু বেওয়ারিশ কুকুরগুলো নিধনের আশ্বাস দেন। এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেই ব্যাপারে পদক্ষেপ নিবেন বলেন জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়