Sunday, February 22

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: অমর ২১ শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা লগ্নে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, কানাইঘাট প্রেসক্লাব, কানাইঘাট ডিগ্রি কলেজ স্টাফ কাউন্সিল ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে লোভাছড়া সাউদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে দিনভর নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়