Friday, February 13

লন্ডনে জোলির সেন্টার


বিনোদন ডেস্ক: অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা গিয়ে ঠেকেছে পর্দার নেপথ্যে পরিচালনায়। কিন্তু তাই বলে সিনেমা নিয়েই পড়ে থাকবেন অ্যাঞ্জেলিনা জোলি, তেমনটাও নয়। জাতিসংঘের শুভেচ্ছাদূতের দায়বদ্ধতা থেকেই শুধু নয়, বরং অনেকটা তারকাসুলভ সামাজিক দায়িত্ব থেকেই গড়ে তুললেন নতুন একটি সংস্থা। আর জোলির হাত ধরেই সেই সংস্থাটি লন্ডনে যাত্রা শুরু করল সম্প্রতি। মূলত যুদ্ধরত অঞ্চলে নারীর প্রতি সহিংসতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধিতে গবেষণামূলক কর্মকান্ড পরিচালনা করবে এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সম্পর্কে জোলি বলেন, 'আগামী প্রজন্মকে নারীর প্রতি সহিংসতার বিষয়ে সচেতন করে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে পরিচালিত হবে এ প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে ধর্মীয় মতবিরোধের কাছে বন্দি হয়ে যে মেয়েটি আজ ক্ষমতাসীনদের যৌনদাসী কিংবা শরীরী সুখের ভোগ্যপণ্যে পরিণত হয়েছে, তার শিক্ষা ও সম্মানপূর্ণ জীবনের নিশ্চয়তা প্রদানে দৃঢ় অঙ্গীকার নিয়ে এ প্রতিষ্ঠান কাজ করে যাবে। মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা করা এ উদ্যোগ সত্যিকার অর্থে নারীর প্রতি সহিংসতা নিরসনে কতটুকু প্রভাব সৃষ্টি করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়