Tuesday, February 10

খালেদার কার্যালয়ে এক হতভাগ্য ভাইয়ের ঢিল


ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ঢিল ছুঁড়ে মেরেছেন এক ব্যক্তি। নিজের ভাইকে পুড়িয়ে মারার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই ঢিল ছুড়ে মারেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি দুই হাতে দুইটি ইটের টুকরা নিয়ে খালেদার কার্যালয়ের উত্তরপাশ থেকে এসে একটি টুকরা সামনের গেটের দিকে ছুড়ে মারে। টুকরাটি ভবনের দোতলার দেয়ালে লাগে। অপর টুকরাটি ছুঁড়ে মারার আগেই ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ইটের টুকরা ছোড়ার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খালেদা জিয়া কই, আমার ভাইকে পুড়িয়ে মেরেছে।’ পুলিশ আটক করার পর তিনি নিজের নাম পরাণ সরকার বলে জানান। তিনি আরও জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তিনি ওষুধের ব্যবসা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়