ঢাকা: পেট্রলবোমা মেরে মানুষ হত্যা বন্ধের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলের নেত্রী রওশন এরশাদ।
দেশে ভোটের রাজনীতি করতে চাইলে জনগণের স্বার্থ দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান বিরোধী দলীয় নেত্রী।
এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে রওশন এরশাদ বলেন, আপনি তো দুই বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। ভোটের রাজনীতি করতে চাইলে অবশ্যই দেশের জনগণের স্বার্থ আপনাকে দেখতে হবে।
সরকার ও বিরোধীদল মিলে দেশের এ পরিস্থিতি স্বাভাবিক করা হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা (জাতীয় পাটি) একটা নজির স্থাপন করেছি যে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার। বিগতে কেউ সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেনি।
দেশে চলমান নৈরাজ্য বন্ধ করতে প্রয়োজনে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, যেকোনো মূল্যে নৈরাজ্য প্রতিহত করতে হবে। যেকোনো দাবি আদায়ের মূল হাতিয়ার হরতাল, অবরোধ। কিন্তু বর্তমানে হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। একের পর এক মানুষ পুড়িয়ে মারছে। অনেক প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে। এটা কোনো আন্দোলন নয়, এটা সন্ত্রাস।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধীদলের নেতা বলেন, চলমান সহিংসতা প্রতিরোধে আপনি যে পদক্ষেপ নেবেন আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়