কানাইঘাট নিউজ ডেস্ক:
নাশকতা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধের দাবিতে নগরীতে ‘জাগরণ যাত্রা’ করেছে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ‘সম্মিলিত প্রতিবাদ রুখতে পারে সন্ত্রাস’ এই শ্লোগানে বের করা হয় শোভাযাত্রা।শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
রাজনীতির নামে মানুষ হত্যা ও পরীক্ষার্থীদের জিম্মি করা বন্ধের দাবিকে আরো বেগবান করতে তাদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্কৃতিকর্মীরা ।
জাগরণযাত্রা পরবর্তী সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কীম, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক আশরাফুল কবির, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি পাপলু বাঙ্গালী, মঞ্চের সংগঠক রাজীব রাসেল প্রমুখ।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে উঠা ঐতিহাসিক গণআন্দোলন গণজাগরণ মঞ্চের ২য় বর্ষপূর্তি ছিল বৃহস্পতিবার। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশজুড়ে এই অভূতপূর্ব গণআন্দোলনের শুরু হয়েছিল। এরপর থেকে ৫ ফেব্রুয়ারিকে ‘গণজাগরণ দিবস’ হিসেবে পালন করছে গণজাগরণ মঞ্চ। এ বছর গণজাগরণ দিবসে রাজনীতির নামে চলমান সন্ত্রাস ও নাশকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সমাবেশ করেছে সিলেট গণজাগরণ মঞ্চ। একই সাথে ২য় বর্ষপূর্তিতে তারা জাগরণ যাত্রা, সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়