নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সীমান্তের সুরাইঘাট বাজার থেকে শুক্রবার দেশীয় তৈরি একটি রিভলবার সহ লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নয়াগ্রামের হাবিবুর রহমানের পুত্র শিব্বির আহমদ (৩৭) কে আটক করে সুরইঘাট বিজিবি’র কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। এ ব্যাপারে সুরাইঘাট বিজিবি ক্যাম্পের হাবিলদার মন্টু মিয়া কানাইঘাট নিউজকে জানান, শুক্রবার বেলা ২টায় সুরইঘাট বাজার সংলগ্ন মাঠ থেকে স্থানীয় জনতা দেশীয় তৈরি একটি রিভলবার সহ শিব্বির আহমদকে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি দেশী তৈরি ৬ বোরের রিভলবার সহ শিব্বির আহমদকে জনতার হাত থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে শিব্বির আহমদকে অস্ত্র সহ কানাইঘাট থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে শিব্বির আহমদকে অস্ত্র সহ স্থানীয় জনতা বিজিবি’র কাছে হস্তান্তর নিয়ে এলাকায় জনমনে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ভিকটিমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে কিছু সংখ্যক চোরাকারবারীরা ষড়যন্ত্র মূলক ভাবে দিনমজুর শিব্বিরকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, অস্ত্র সহ শিব্বির আহমদকে আটকের ঘটনায় এলাকায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়ায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়