ঢাকা: বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচে ৩-২ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে মালয়েশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষে তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি মালয়েশিয়াকে অভিনন্দন জানাচ্ছি যে, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট তারা জয়ী হয়েছে। আমি অভিনন্দন জানায় আমার বাংলাদেশ টিমকে। কারণ তারা পরপর দুটি গোল দিয়েছে এবং চমৎকার খেলেছে।
তিনি আরও বলেন, অনেকে ভাবিনি বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে। কিন্তু বাংলাদেশ ফাইনালে পর্য্ন্ত এসেছে। দুটি গোল দিয়েছে। ইনশায়াল্লাহ বাংলাদেশ ভবিষ্যতে এই বঙ্গবন্ধু টুর্নামেন্টে জয়ী হবে।
তিনি বলেন, ফুটবল খেলা আবার ফিরে এসেছে। নতুন প্রাণ পেয়েছে। প্রতিবছর বাংলাদেশে বঙ্গবন্ধু টুর্নামেন্ট খেলা হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়