কানাইঘাট নিউজ ডেস্ক:
দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কর্মীর কাছে পরাজিত হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
দিল্লির গ্রেটার কৈলাস কেন্দ্রে শর্মিষ্ঠাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন আপ প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। দুই হাজার ৭৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সৌরভ। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রাকেশ গুল্লাইয়া৷তৃতীয় স্থানে রয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।শর্মিষ্ঠা পেয়েছেন দুই হাজার ৩৩৮ ভোট।
২০১৩ সালে দিল্লি বিধানসভা ভোটে ১৩ হাজার ৯২ ভোটের ব্যবধানে জিতেছিলেন ভরদ্বাজ৷ মোট ৪৩ হাজার ৯৭টি ভোট পেয়েছিলেন তিনি৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র অজয় মালহোত্রা পেয়েছিলেন ২৯ হাজার ৮৯৭টি ভোট৷
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়