নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট দীঘিরপার পূর্ব ইউপির হিম্মতের মাটি গ্রামে গত সোমবার বোমার মতো বস্তুর বিকট আওয়াজে গুরতর আহত মোক্তার হোসেনকে নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘটনার পর থেকে মোক্তার হোসেন পলাতক থাকায় এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাকে অবিলম্বে আটক করে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবী জানিয়েছেন সর্বস্তরের লোকজন। স্থানীয় লোকজন জানান, গত সোমবার হিম্মতের মাটি গ্রামের মৃত মখদ্দুছ আলীর পুত্র মোক্তার হোসেন (২০) তার বসত বাড়ীতে বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সে জ্বলসে গিয়ে গুরুতর আহত হয়। সাথে সাথে বাড়ীর লোকজন সভার অগোচরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার জখম গুরুতর হওয়ায় অন্যত্র চিকিৎসার পরামর্শ দেয়া হয়। এরপর থেকে আহত মোক্তার হোসেন কোথায় চিকিৎসার জন্য ভর্তি হয়েছে বা সে কোথায় আছে অদ্যবধি পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নি। ঘটনার পর থেকে মোক্তার হোসেনের মা ও বড় ভাই আখতার হোসেন পলাতক রয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘটনার পর কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বোমার বিষ্ফোরণ ঘটেনি, ইঞ্জিন চালিত ট্রলি স্টার্ট দিতে গিয়ে মোক্তার হোসেন আহত হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানান। বিষয়টি গুজব বলে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু ঘটনার পর থেকে গুরুতর আহত মোক্তার হোসেন তার বড় ভাই আক্তার হোসেন ও মা পলাতক থাকায় সর্বত্র তোলপাড় চলছে। মোক্তার হোসেনকে খুঁজে বের করে বোমা বিষ্ফোরণের বিষয়টি তদন্তের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়