Thursday, February 5

এবার খালেদার বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা


পঞ্চগড়: নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে এবার মামলা দায়ের করা হয়েছে পঞ্চগড়ে। জেলার বোদা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের আমলি আদালত-৩–এ মামলাটি করা হয়। এ মামলার বাদী বোদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম সোহাগ। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন হাকিম শিশির কুমার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়