ঢাকা: সৌদিআরব গমনেচ্ছুরা এবার অনলাইনেও নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিদেশ গমনেচ্ছুরা বিএমইটির ওয়েবসাইটের (www.bmet.gov.bd) মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
এছাড়া দুপুর একটার সময় প্রবাসী কল্যাণ ভবনের মাইকেও এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়, আজ দুপুর দুইটা থেকে বিএমইটির ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। এছাড়াও ৪২ টি জেলার জনশক্তি রপ্তানী অফিসেও এই নিবন্ধন করা যাবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়