ঢাকা: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশে যে সমস্য রয়েছে তার সমাধান বাংলাদেশের জনগণকেই করতে হবে।
আমরা কেবল সহযোগিতা করতে পারি । আজ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, রাজনৈতি সংলাপ কিংবা নির্বাচন প্রশ্নে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র।
চলমান সহিংসতার ঘটনায় আবারো উদ্বেগ জানিয়ে বার্নিকাট বলেন, যেভাবে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন এবং এ ঘটনার নিন্দা জানাই। এ সহিংসতা বন্ধে প্রত্যেক রাজনৈতিক পক্ষকেই উদ্যোগ নেয়া উচিৎ।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। আর এ জন্য আমরা সরকারি ও বিরোধী দলের সঙ্গে কাজ করবো।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়