বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারে বেশ লম্বা একটা খরা আর অনুপস্থিতি কাটিয়ে শেষমেশ আবারও রুপালি পর্দা কাঁপাবেন রনবীর কাপুর। আসছে ভ্যালেন্টাইনে 'রয়' ছবিটি দিয়ে আবার যাত্রা শুরু করবেন রনবীর। কিন্তু এর আগেই ভাটার টান লক্ষ করা যাচ্ছে রনবীরের ক্যারিয়ারে। এ বছর সিরিয়ালে দ্বিতীয় অবস্থানে মুক্তিপ্রতীক্ষিত রনবীরের ছবি 'বোম্বে ভেলভেট' এর নাম নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ড। রাষ্ট্রীয়ভাবে বোম্বের নাম মুম্বাই করা হয়েছে, সেখানে সিনেমায় বারবার 'বোম্বে' নামটিকে সম্পৃক্ত করার মধ্যে কী যুক্তি, সেটা নিয়েই সন্দিহান সেন্সর বোর্ড। তবে ফিল্ম সেন্সর বোর্ডের কর্তাব্যক্তিদের মতে, নাম পরিবর্তনের আগের প্রেক্ষাপটে ছবির কাহিনী আবর্তিত হলে সেক্ষেত্রে কিছুটা যৌক্তিকতা থাকলেও সমকালীন বিষয়বস্তুর ওপর নির্মিত ছবির ক্ষেত্রে 'বোম্বে' শব্দটির ঘোর আপত্তি তাদের। এখন সেন্সর বোর্ডের সঙ্গে এ মতদ্বন্দ্বে পরিচালক অনুরাগ কশ্যপ ঠিক কী সিদ্ধান্তে আসেন, সেটাই দেখার বিষয়। ইন্ডিয়ান এক্সপ্রেস
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়