Friday, February 13

কানাইঘাট যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ:লক্ষীপ্রসাদ ইউপি আ’লীগের সম্মেলন পন্ড


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে আওয়ামী লীগের সম্মেলন। সংঘর্ষে আহত হয়েছেন ছাত্রলীগের ১০ জন। শুক্রবার রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে এ সংঘর্ষ হয়। বক্তব্য দেয়ার সময় স্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ৪টি মোটরসাইকেল, মঞ্চ ও চেয়ার ভাংচুর করা হয়। সংঘর্ষে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পথচারীরা নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি করেন। জানা যায়, সম্মেলন চলাকালে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ পলাশ, উপজেলা আলীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন বক্তব্য শুরু করলে তার সমর্থকরা স্লোগান দেয়। সিলেট নগরীর টিলাগড় গ্রুপের আলীগ নেতা নাজমুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী মুন্না চক্রবর্তী প্রতিদ্বন্দ্বী নগরীর তালতলা গ্রুপ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়