Friday, February 13

মারামারি করে বিপাকে শেহজাদ


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: সিডনিতে আফ্রিদি-সহ শেহজাদরা গিয়েছিলেন নাইট ক্লাবে। সেখানে মুশকো চেহারার এক তরুণের সঙ্গে শেহজাদ তর্ক জুড়ে দেন। এক পর্যায়ে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তিনি। সিডনির স্থানীয় পত্রিকা জানিয়েছে, তরুণটি তাঁকে বলেছিলেন, মুসলিম ধর্মে এই সব মদ খাওয়া, নাইট ক্লাবে যাওয়া নেই। কথা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন শেহজাদ। কারণও আছে। এই শেহজাদ একবার দিলশানকে বলেছিলেন, মুসলমান হয়ে যাও। তরুণটি মূলত সেই কথার দিকে ইঙ্গিত দিয়েই শেহজাদকে এসব কথা বলেন। ওদিন রাতে শেহজাদরা নাইট ক্লাব থেকে ফিরতে দেরি করেন। আর তাই তাদের গুনতে হয় ‘নগদ নারায়ণ’। তবে অন্যরা ৪০ হাজার গুনলেও শেহজাদকে গুনতে হয় ৭০ হাজার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়