ঢাকা: বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামালের জুনিয়র অ্যাভোকেট চঞ্চল মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে সংলাপের প্রস্তাব দিয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এ প্রস্তাব বেগম খালেদা জিয়ার কাছে পেশ করেন।
বিষয়টি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এরআগে গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংলাপের উদ্দেশ্যে নাগরিক গোলটেবিল বৈঠক হয়। ঐ বৈঠকে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে প্রস্তাব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়