Friday, February 13

হাসিনা-মোদী ফোনালাপ


ঢাকা: শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। আলাপকালে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি। আজ শুক্রবার সকালে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোদী। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মোদীর সঙ্গে হাসিনার কোনো কথা হয়েছে কি না সে বিষয়ে এই প্রতিবেদন লেখার সময় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভারত-বাংলাদেশের শীর্ষ এই দুই নেতার মধ্যে দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলাপ হয়েছে। কথা বলার পর এ খবর টুইট করে জানিয়েছেন মোদী। মোদী জানান, তিনি শেখ হাসিনা ছাড়াও আরো কয়েকটি দেশের ক্ষমতাসীন শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই তালিকায় রয়েছেন, পাকিস্তানের নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার শ্রীসেনাও। সার্ক দেশগুলোর সমৃদ্ধি কামনা করে মোদী লেখেন, এ অঞ্চলের ৫টি দেশ বিশ্বকাপে খেলছে। আমি নিশ্চিত ক্রিকেট আমাদের মধ্যে সম্প্রতি বাড়াবে। সেই সঙ্গে এই অঞ্চলের মানুষের জন্য সুনাম বয়ে আনবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়