নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম আহমদ সিদ্দিকী দুদু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে এক শোক সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলার আব্দুর রহিম ভরসার সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক সুকান্ত দাস সুমনের পরিচালনায় আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত চক্রবর্তী,কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ জার উল্লাহ, বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহমদ, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন। বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মরহুম আহমদ সিদ্দিকী দুদু মিয়ার পুত্র রুমান সিদ্দিকী অভিভাবক মাওঃ আমির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া, সহকারী শিক মাওঃ জাকারিয়া, স্কুলের শিক্ষার্থী মনির আহমদ। উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বিলাল আহমদ, আলিম উদ্দিন, নাজিম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ প্রমুখ। অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শোক সভায় বক্তারা বলেন, আহমদ সিদ্দিকী দুদু মিয়া কানাইঘাটের একজন নিবেদিত প্রাণ, সমাজসেবী, শিক্ষানুরাগী ছিলেন। তিনি দীর্ঘ ২৬ বৎসর সফল ভাবে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিত সমাজসেবীকে হারিয়েছে যা পুরন হওয়ার মতো নয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়