Monday, February 16

ওয়াহিদুর রহমানকেও খালাস দিল দুদক!


ঢাকা: দুর্নীতি দমন কমিশন(দুদক)স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকেও অভিযোগ থেকে খালাস দিয়েছেন।তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগ ছিল।এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিয়েছিলেন। দুদকের ওই কর্মকর্তা ওয়াহিদুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছিলেন। সেই ওয়াহিদুর রহমানকেই দুদক সেই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আরেক প্রতিবেদনের ওপর ভিত্তি করে। দুদকের একজন অনুসন্ধান কর্মকর্তা তাঁর প্রতিবেদনে ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও কমিশন সেটা গ্রহণ করেনি। আরেক কর্মকর্তাকে দায়িত্ব দেয় পর্যালোচনার জন্য। ওই প্রতিবেদন পাওয়ার পর আজ সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে ওয়াহিদুর রহমানকে অব্যাহতি দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। ওয়াহিদুর রহমান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও। গত ডিসেম্বরে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে তিনি অবসরে যান। দুদক সূত্রে জানা গেছে, চাকরিতে যোগ দেওয়ার সময় ওয়াহিদুর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না দিলেও চাকরির শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন। সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ দুবছর বাড়ানো হয়। কিন্তু অভিযোগ আসে, ভুয়া তথ্য দিয়ে তিনি মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছেন। এ অভিযোগের প্রাথমিক সত্যতাও পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। পরে বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠানো হলে বিষয়টি আমলে নিয়ে গত বছরের অক্টোবরের শুরুর দিকে অনুসন্ধান শুরু করে দুদক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়