Tuesday, February 10

২৪০০ ভোটে আম আদমির কাছে হেরেছে কিরণ


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: দিল্লির কৃষ্ণা নগর কেন্দ্রে পরাজিত আম আদমি প্রার্থী এস কে ভাগার কাছে পরাজিত হয়েছেন কিরণ বেদি৷ ভোটের ফল প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কিরণ বলেন, দল আমার থেকে কোনও অর্থ চায়নি৷ আমি যেমন, তেমনভাবেই আমাকে গ্রহণ করেছে৷দল ও সাধারণ মানুষের কাছে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তাঁর জন্য আমি কৃতজ্ঞ৷ একইসঙ্গে বিজেপির পরাজয়ের জন্য দলের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি৷ আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ফুল মার্কস দিয়েছেন কিরণ। আশা প্রকাশ করে কিরণ বলেন, ‘কেজরিওয়াল নিশ্চয় দিল্লিকে বিশ্বমানের শহরে পরিণত করবে।’ দলের সমর্থকদের উদ্দেশে কিরণ বলেন, ‘বিজেপির নেতা কর্মী এবং সমর্থকদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কারণ আমি তাদের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। তবে এখনো আমি বিজেপির সঙ্গে আছি এবং এজন্যে গর্ববোধ করি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়