ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিন তাহলেই সরকারের মন্ত্রী-এমপিদের নিরাপদ প্রস্থানের বিষয়টি জনগণ সহানুভুতির সাথে বিবেচনা করবে।
অন্যথায় আগামী রবিবার থেকে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
বৃস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই হুঁশিয়ারি দেন।
সরকারকে উদ্দেশ্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জনদাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। জাতিকে রক্ষা করুন, দেশ বাঁচান। একই সাথে তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার নেশায় “পোড়া মাটি” নীতি অবলম্বন করেছে।
আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়