কানাইঘাট নিউজ ডেস্ক:
পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে মীমাংসা বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে জোর গলায় কথা না বলার পরামর্শ দিলেন দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খোমেনি।
মন্ত্রী স্বীকার করেন হাসিমুখে যুক্তিতর্ক উপস্থাপনের উপদেশ দেয়া হয়েছে তাকে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে সাম্প্রতিক কিছু বৈঠকে মন্ত্রী জারিফ কয়েকবার এতটাই উত্তেজিত পড়ছিলেন যে তার জোর গলা শুনে নিরাপত্তা রক্ষীরা উঁকিঝুকি পর্যন্ত দিয়েছে।
ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি লিখেছে, এসব কথা সম্ভবত আয়াতোল্লাহ খোমেনি শুনেছেন।
সম্প্রতি একদল ছাত্রের সাথে খোলামেলা কথোপকথনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে আয়াতোল্লার বৈঠকের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘তিনি (খোমেনি) আমাকে বলেছেন, তুমি বৈঠকে বসে কেন চিৎকার করো? যা বলার হাসিমুখে বলবে। যা বলার তা যুক্তি দিয়ে বলো, অযথা তর্ক করবে না।’
গত জানুয়ারিতে ইরানের কট্টরপন্থীরা জারিফের সমালোচনা করে বলেন, তিনি তার মার্কিনী প্রতিপক্ষের সাথে খুব বেশি বন্ধু-সুলভ আচরণ করছেন।
জেনিভাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার হেঁটে বেড়ানোর একটি ছবি প্রকাশিত হলে, সে ব্যাপারে সংসদে ব্যাখ্যা দেওয়ার দাবি তোলেন অনেক এমপি।
তবে পররাষ্ট্রমন্ত্রীসহ মীমাংসা আলোচকদের এভাবে প্রকাশ্যে সমালোচনা করার নিন্দা করেন স্বয়ং প্রেসিডেন্ট রুহানি। প্রেসিডেন্ট বলেন, এ ধরনের সমালোচনা জাতীয় স্বার্থের বিরোধী।
ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয়টি পশ্চিমা দেশের সাথে আপোষ মীমাংসা করছে। এই প্রক্রিয়া নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, তা দীর্ঘায়িত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জটিল এই মীমাংসায় ইরানের নেতৃত্ব দিচ্ছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়