Tuesday, February 10

পাকিস্তান ম্যাচকে “পাখির চোখ” করেছে ভারত


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: বিশ্বকাপ শুরুর পরদিনই অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ঐ ম্যাচ নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ, ভক্তদের আগ্রহের কমতি নেই। ম্যাচটি জিতে তাদের দুর্নাম ঘোচাতে চায় পাকিস্তান। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করতে মরিয়া ভারত। ২০০০ সালে ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব নেন রাইট। তার অধীনে ২০ বছর পর ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে উঠে টিম ইন্ডিয়া। ঐসময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। দলপতি গাঙ্গুলীর সাথে বোঝাপড়াটা ভালোই জমিয়েছিলেন রাইট। বিশ্বকাপের ফাইনালে ওঠা ছাড়াও টেস্ট ও ওয়ানডেতে দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের সাথে পাঁচ বছর কাটানো রাইটও ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত। তিনি মনে করেন প্রথম ম্যাচটি ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সদ্য বাবা হওয়া ধোনি ইতিমধ্যে জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তারা টার্গেট করেছেন। অস্ট্রেলিয়ায় দীর্ঘ তিন মাস জয়ের দেখা না পেলেও, প্রথম ম্যাচ থেকেই তারা ঘুরে দাঁড়াতে চান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়