Tuesday, February 3

স্ত্রীকে নিয়ে ভারত গেলেন গণশিক্ষামন্ত্রী


দিনাজপুর: স্ত্রীকে নিয়ে ভারত গেলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে তিনি স্ত্রীকে নিয়ে ভারতের বালুরঘাটের কুমারগঞ্জে গেলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ভারতে যান। তার সঙ্গে স্ত্রী রেজিনা রহমানসহ আরও তিন জন সফরসঙ্গী আছেন। বালুরঘাটে অবস্থান শেষে ৫ জানুয়ারি বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রী ফুলবাড়ি থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে আসেন। এ সময় তাকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম, হিলি শুল্কস্টেশনের সহকারী কমিশনার মহিববুর রহমান ভুইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মুন্সি এবং সম্পাদক আব্দুর রহমান লিটন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকেও মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। তিনি বাংলাহিলি ডাকবাংলোতে কিছু সময় কাটান এবং সেখানে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।পরে হিলি ইমিগ্রেশন ও হিলি কাস্টমসে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। এ সময় সেখানে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) হারুন উর রশীদ, উপজেলা আওয়ামী লীগসহ তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়